Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে র‌্যাবের অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১০:৪২ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে র‌্যাব অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম শিপলুর বড় ভাই শহীদুল ইসলাম দোলন ও তার সহযোগী সাবেক কাউন্সিলর মমতাজ বেগমের ছেলে মোজাম্মেলকে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। তাদের বাড়ি উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামে।
টাঙ্গাইল র‌্যাব-১২ ডিএডি ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোজাম্মেলকে ও পোষ্টকামুরী গ্রামের নিজ বাড়ি থেকে শহীদুল ইসলাম দোলনকে ১৩৪ পিচ ইয়াবা ও ১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ