রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ায় প্রাইভেট শিক্ষক কর্তৃক প্লে-গ্রæপের ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ওই শিশুটির হতদরিদ্র বাবা বাদী হয়ে শিক্ষক শামীম হোসেন কচি (২০)-কে আসামি করে মামলাটি দায়ের করেছেন। ধর্ষক কচি উপজেলার বুড়িরচর গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পিরোজপুর সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উদয়তাঁরা বুড়িরচর গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশুনারত শিক্ষক শামীম হোসেন কচি দিনমজুরের শিশুকে প্রাইভেট পড়াতো। গত বুধবার দুপুরে প্রতিবেশীর ঘরে প্রাইভেট পড়ে ফিরতে দেরী হওয়ায় মা খুজতে গেলে শিক্ষকের নানার ঘর থেকে শিশুটির চিৎকার শুনতে পান। মা দরজায় কড়া নাড়তেই শিক্ষক কচি দৌঁড়ে পালিয়ে যায়। এসময় শিশুটির মা ঘরে ঢুকে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।