Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ চেষ্টার মামলা করায় হত্যা চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালানো অভিযোগে মামলা দায়ের করায় মামলা বাদী গৃহবধূ শিলা রানী বিশ্বাসকে হত্যার চেষ্টা চালিয়েছে অভিযুক্ত আসামির পরিবারের সদস্যরা। উপজেলার দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামে সাবেক ইউপি সদস্য অনামিকা সিকদার ও তার মা আরতি রাণী দত্তের বিরুদ্ধে মামলার বাদীকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ শিলা রাণী বিশ্বাসকে অভিযুক্ত আসামির পরিবারের লোকজন পথে আটক করে মারধর করে করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে নির্যাতিত গৃহবধূ গত সোমবার ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে গৃহবধূ শিলা রানী একটি এনজিওর ঋণের কিস্তি পরিশোধের জন্য যাচ্ছিলো। এসময় তিনি উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের সমদ্দার বাড়ী সংলগ্ন একটি সাকোর কাছে এলে ভিটাবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য অনামিকা সিকদার ও তার মা আরতি রাণী দত্ত তাদের বিরুদ্ধে মামলা করায় ওই গৃহবধূর পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে। এক পর্যায়ে শিলা রাণীর পড়নের শাড়ির আঁচল ছিড়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় শিলা রাণীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অনামিকা ও তার মা পালিয়ে যায়। নির্যাতিত গৃহবধূ জানান, গত ২০ ফেব্রæয়ারি গভীর রাতে গ্রামের রমেন্দ্র নাথ দত্তের মেয়ে সাবেক নারী ইউপি সদস্য অনামিকা সিকদারের বখাটে ভাই সঞ্জিব দত্ত এবং একই গ্রামের স্বপন চক্রবর্তির ছেলে বখাটে ওয়ালিফ চক্রবর্তি মিলে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরের দিন এ ঘটনায় শিলা রাণী বাদি হয়ে দুই লম্পটের বিরুদ্ধে ভান্ডারিয়া একটি মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর থেকে বখাটে সঞ্জীবের বোন অনামিকা সিকদারসহ তার স্বজনরা ওই মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ