Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিদ্যালয় ভবনে ফাটল, পাঠদান জরাজীর্ণ টিনশেড ঘরে

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে : প্রাক-প্রাথমিক থেকে শুরু করে রেজিস্ট্রার্ড স্কুলগুলো একযোগে সরকারিকরণ ঘোষণা করলেও অবহেলিত রয়ে গেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। সরেজমিন গিয়ে দেখা যায়, ১৮ বছর পর বিদ্যালয়ের ভবন ফাটল ধরেছে। ২০১৪ সালে বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেছে সংশ্লিষ্ট উপজেলা ইঞ্জিনিয়ার। বর্তমানে টিনশেডে ক্লাস করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক লেখালেখির পরেও বিদ্যালয়টি সংস্কার বা নতুন ভবন নির্মাণ হয়নি। ২০১৬ সালে উপজেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের টিনশেডের ৪টি কক্ষ নির্মাণে ১ লাখ টাকা বরাদ্দ হয়। করিমুল নামে এক ঠিকাদার নি¤œমানের টিন দিয়ে নামেমাত্র টিনশেডের ৪টি কক্ষ তৈরি করে। যা দুর্নীতির ছোয়া লেগেই রয়েছে বিদ্যালয়ে। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিতে কমলমুখী শিক্ষার্থীরা টিনশেডের নিচে অনেক কষ্ট করে ক্লাস করছে। শিক্ষক ওসমানগনী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভরদেব রায় জানান, বিদ্যালয়টি ১৯৯৪ সালে গ্রামীণ স্বল্পব্যয়ী প্রাক-প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে কমিউনিটি হয়, ২০১০ সালে রেজিস্ট্রার্ড হয় এবং ২০১৩ সালের ১ জানুয়ারি সরকারিকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের বেহাল অবস্থা। এব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টির তালিকা জমা দিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন বলেন, বিদ্যালয়টির নতুন ভবনের বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই বিদ্যালয়ের ভবনের কাজ শুরু হবে। সরকারের কাছে বিদ্যালয়টির নতুন ভবনের দাবি জানিয়েছেন শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ