বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ১৩৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) রাতভর পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়। বিশেষ এ অভিযান পরিচালনার সময় বেশকিছু মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ পরিদর্শক গোলাম সবুব খাঁন বলেন, শুক্রবার রাতে জেলার ৯ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পবায় ১০ জন, মোহনপুরে ৪ জন, তানোর ১১ জন, গোদাগাড়ী ৯ জন, পুঠিয়ায় ১০ জন, দুর্গাপুর ৪ জন, বাঘা ১০ জন, চারঘাট ৮ জন ও বাগমারায় ৬ জনসহ মোট ৭২ জনকে আটক করা হয়।
এ সময় ৩ কেজি ২৪ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ১৪ পিস ইয়াবা ও ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এদিকে, রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ফেনসিডিল, গাঁজা, চোলাইমদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম জানান, শুক্রবার রাতে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ২৫ জন, মতিহার থানা পুলিশ ১৭ জন, রাজপাড়া থানা পুলিশ ১৩ জন, শাহ মখদুম থানা পুলিশ ৭ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ৩ জনকে আটক করে।
এ সময় ৪ বোতল ফেনসিডিল, ১শ’ ২০ গ্রাম গাঁজা, ৯৮ পিস ইয়াবা ও ৫৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
আটকদের বিভিন্ন মামলায় আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মহানগর পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।