Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বড়াইগ্রামে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ২:১১ পিএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতরাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার (৪৬) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম (৪৩)।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের নামে মামলা হয়। তখন তাদের গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তারা আবারো জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ