বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভোগড়া পেয়ারা বাগানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যায় ওই কিশোরী। মুহূর্তের মধ্যে ম্যানহোলের গভীরে পানির স্রোতে ভেসে প্রায় ৮০ ফুট দূরে চলে যায়। এসময় প্রায় আধঘণ্টা চেষ্টার পর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর পরনে কালো রঙয়ের বোরখা ছিল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. প্রষয় ভূষণ দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে মৃত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।