Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মোনাফেকরাই মানুষকে ধোঁকা দিচ্ছে -ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার ২দিন ব্যাপি মাহফিল

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া বলেছেন, কুরআন ও সুন্নাহ্র সঠিক অনুসরণ ও অনুশীলন করলে কোন দ্বন্ধ বিভেদ সংঘাত থাকতে পারে না। ওয়াজ মাহফিল গুলোতে আলেমগণ কুরআনের সেইসব কথাই মানুষের হৃদয়ে দেয়ায় চেষ্টা করেন। মাহফিলের মাধ্যমে যদি নিজেদেরকে পরিশোধন করা সম্ভব হয়, তবেই একজন সত্যিকার মুসলমান হিসেবে নিজেকে আল্লাহ্র কাছে সমর্পণ করার উত্তম উপায়। কিন্তু মোনাফেকরা এসবের ধার ধারেন না। ইসলামের ভুল ব্যাখা দিয়ে মোনাফেকরাই মানুষকে ধোঁকা দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে। যেসব দেশে দ্বন্ধ সংঘাত ও যুদ্ধ চলছে, সেখানে মোনাফেকরা ও ইসলামের অপব্যাখাকারীদের কারণেই এসব হচ্ছে। আমাদের সকলকে এ সব মোনাফেক ও ভুল ব্যাখাকারীদের কাছ থেকে দুরে থাকতে হবে এবং এদের প্রতিহত করতে হবে। বৃহষ্পতিবার রাতে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উদ্যোগে মাঠে আয়োজিত ২দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মাদরাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, সাবেক পৌর প্রশাসক সফিকুল ইসলাম পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, মাদরাসার উপাধাক্ষ্য এ এইচ এম আনোয়ার মোল্লাসহ বিভিন্ন আলেম ওলামাগণ। মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সিনিয়র সহসভাপতি , মসজিদে গাউছুল আজমের খতিব আল্লামা কবি রুহুল আমিন খান বলেন, আল কুরআন মানব জাতির জন্য এক অপুর্ব নেয়ামত। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কুরআন ও প্রিয় নবীর ভালবাসার সিক্ত সুন্নাহর অনুসরণ ছাড়া মুসলিম উম্মাহর মুক্তির বিকল্প নেই। এর আগে ১ম দিন বুধবার প্রধান তাফসির কারক হিসেবে ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহেদী এবং ২য় দিন জমিয়াতুল মোদার্রেছিনের সহসভাপতি আল্লামা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী ওয়াজ করেন।



 

Show all comments
  • Hr Riju ১১ মার্চ, ২০১৭, ১০:৪৫ এএম says : 0
    Allah amader sobaike Islam er sothik buj dan koruk
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ