বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের মোহাম্মদপুর টিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকচাপায় তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি অটোরিকশা সিলেট থেকে যাত্রী নিয়ে বিয়ানীবাজার যাচ্ছিল। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন চক্রবর্তী জানান, দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২
ত্রিশাল উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে দুইজন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ত্রিশালের বগারবাজার নামক স্থানে ঢাকা থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহন (ঢাকা মেট্টো ব-১৪-৯১৫৯) অন্য আরেকটি বাসকে অতিক্রম করতে গেলে এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত (৪৫) একব্যক্তি নিহত হয়। আহতরা হলেনÑ ভালুকা উপজেলার ভাটগাও গ্রামের মোশারফ হুসেনের ছেলে আসাদ মিয়া (২৩) ও একই উপজেলার নিশিন্দা গ্রামের শাহিন মিয়া (২৫)। গুরুতর আহতদের উদ্ধার করে ত্রিশাল ফায়ার সার্ভিস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।