Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে ক্যাথলিক চার্চের নৈশপ্রহরীকে কুপিয়েছে দুর্বৃত্তরা : আটক ৩

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশপ্রহরী গিলবার্ট কস্তা (৬৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবগাত রাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত গিলবার্ট কস্তা উপজেলার লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক তিনজন হলোÑ উপজেলার লাউতিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজিব হোসেন (১৮), একই গ্রামের আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৭) ও লাল চাঁনের ছেলে ফরিদ হোসেন (১৮)। আহতের ছোট ভাই বকুল কস্তা জানান, গত রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরী তাদের বাধা দিতে গেলে তার উপর হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে চার্চের অন্যান্যরা আহত গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে উল্লেখিত তিনজনকে আটক করে। ওসি আরো জানান, পূর্ববিরোধের জেরে নৈশপ্রহরীর উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সব বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ