বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট নগরীতে ক্রমশই বাড়ছে বানরের উপদ্রব। বানরের উৎপাত থেকে রেহাই পাচ্ছেন না নগরীর শিশু-তরুণ-যুবক থেকে শুরু করে বয়স্করাও। বিশেষ করে বানরের হামলার শিকার হচ্ছেন বেশিরভাগ শিশুরাই। আচমকা দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোট শিশুদের আক্রমণের পাশাপাশি বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে। বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে বন বিভাগ ও সিটি করপোরেশনের দ্বারস্থ হয়েছিলেন ভোক্তভোগী জনসাধারণ। তবুও এদের কবল থেকে রেহাই মেলেনি। তাছাড়া লোকালয় থেকে বানর তাড়াতে কোন ব্যবস্থাও নেয়া হয়নি। ফলে বানরের উৎপাত বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
এরই ধারাবাহিকতায় গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর নগরীর কলবাখানিস্থ চাষনীপীর (রা.) মাজার মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীকে রক্ষার্থে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবিতে বৃহত্তর ৫ নং ওয়ার্ডবাসীর ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বানর মারার জন্য এই আন্দোলন নয়। লোকালয় থেকে তাদের সংরক্ষিত বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার দাবিতেই আন্দোলনে নেমেছি। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক। তারা বানরের উপদ্রব ঠেকাতে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি হযরত চাষনীপীর (রহ.) মাজার টিলার বানরদের জন্য খাবারসহ তাদের বাসনুকুল পরিবেশ তৈরিরও জোর দাবি জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। শেখ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও কামরুল হাসান শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন- মো. শফিকুর ইসলাম, সালেহ আহমদ, জুবের খান, আতা মিয়া, মাসুদ আহমদ, সাদিকুর রহমান সাদিক, আব্দুল্লাহ শাফি সাইদ।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে নগরীর ইলেক্ট্রিক সাপাই, গোয়াইপাড়া, বাদামবাগিচা, হাউজিং এস্টেট, বড়বাজার, চৌকিদিঘী, মজুমদারী, কোনাপাড়া, পীর মহল্লাসহ বিভিন্ন এলাকায় বানরের উপদ্রব সবচেয়ে বেশি। এসব এলাকায় বানরের আক্রমণে বেশ কয়েকজন শিশুও আহত হয়েছেন। তাছাড়া প্রতিদিনই কোন না কোন এলাকায় বানরের হামলায় শিকার হচ্ছেন কেউ না কেউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।