Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে তিন সহস্রাধিক শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী শপথ গ্রহণ করেছে। তাদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক।
পরে তারা দুর্নীনির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শহরের মুজিব সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধব কর্মসূচি পালন করে। শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনটি জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এই সকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. এরাদুল হক, দুদকের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হক, পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু প্রমখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ