Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সিপাল আবুল কাসেম এর মৃত্যুবার্ষিকী কাল

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্রিন্সিপাল আবুল কাসেম ১৯২০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার অন্তর্গত বর্তমান চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ছেবন্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিউর রহমান ও মাতার নাম সালেহা বেগম। ১৯৩৯ সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৪১ সালে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৪৪ সালে অনার্সে দ্বিতীয় বিভাগে এবং ১৯৪৫ সালে তিনি এমএসসি পাশ করেন। এমএসসিতে অধ্যয়নকালে থিসিস গ্রুপে তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে সহকারি অধ্যাপক পদে কর্মরত অবস্থায় ঐতিহাসিক ভাষা আন্দোলনে জড়িত হয়ে পড়েন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রামের পটিয়া-  বোয়ালখালি আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২ সালে তিনি ঢাকায় অন্যান্য শিক্ষাবিদের সহযোগিতায় বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি প্রায় শতাধিক বই পুস্তক প্রণয়ন করেন। ১৯৯১ সালের ১১ মার্চ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের দিনে প্রিন্সিপাল আবুল কাসেম হৃদরোগ ইনস্টিউট হাসপাতালে ইন্তেকাল করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ