Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও শহরে যত্রতত্র ফেলে রাখা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। ফেলে রাখা আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে যাওয়ায় নষ্ট হচ্ছে স্বাভাবিক পরিবেশ। পচা দুর্গন্ধে সাধারণ মানুষের পথচলা অতিষ্ঠ করলেও যেন দেখার কেউ নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, জেলার বেসরকারি সংগঠন ইএসডিও’র প্রকল্পের ময়লায় দুর্গন্ধ সৃষ্টি করেছে।
বেসরকারি সংগঠন ইএসডি’র প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তার পাশে বাসাবাড়ির ময়লা-আবর্জনা স্তূপ করে ফেলে রাখা হচ্ছে। এতে অতিষ্ঠ পৌরবাসী। আর ওই স্তূপের ময়লা-আবর্জনার প্রকট গন্ধে মারাত্মক স্বাস্থ্য ঝর্ঁুকিসহ নানাবিধ সমস্যায় এলাকাবাসীসহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পথচারী ও স্থানীয় এলাকাবাসী। শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের পুরাতন কবরস্থান সেনুয়া নদীর রাস্তার পাশে পরিচ্ছন্ন কর্মীরা গাড়ি দিয়ে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলছে। আর এসব ময়লা একটি প্রকল্প বাস্তবায়নে নেয়া হচ্ছে শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে। আর প্রকল্প বাস্তবায়নের নামে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্যও। শুধু একস্থানে ময়লা ফেলা হচ্ছে তা নয়। শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের সামনের রাস্তার পাশেও ফেলা হচ্ছে ময়লা। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.আবু মো: খায়রুল কবির জানান, খোলা জায়গায় ময়লার দুর্গন্ধ নানা রকম রোগের কারণ হতে পারে। তাই নির্দিষ্টস্থানে ময়লা-আবর্জনা ফেলা দরকার বলে মনে করেন তিনি।
এ বিষয়ে বেসরকারি সংগঠন ইএসডি’র নির্বাহী পরিচালক শহীদ উজ জামান জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ