Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় বাইপাস সড়কের কাজের উদ্বোধন

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাইপাস সড়কের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শুক্রবার সাকাল ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এ কাজের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান শেষে বালি ফেলে কাজের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, এসডিই ও গিয়াস উদ্দিন, মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ (খুলনা) প্রা: লি: ঠিকাদারি প্রতিষ্ঠানের হুমায়ন কবির খোকন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ ।
৮৪ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ১২.০৫ কিলোমিটারের এ বাইপাস সড়ক দু’বছরের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান বাইপাস সড়ক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ (খুলনা) প্রা: লি:। এ বাইপাস সড়ক নির্মান হলে সাতক্ষীরা শহরের যানযট নিরসন ও একটি নির্মল শহরে পরিনত হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ