Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) তালিকাভুক্ত সদস্য, একাধিক মামলার পলাতক আসামি আব্দুল মান্নান (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার জামগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান উপজেলার জামগ্রাম গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাÐে আব্দুল মান্নান সক্রিয় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে আব্দুল মান্নান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ