Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুশরার ভালোবাসার বাংলাদেশ

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে যারা একটু ব্যতিক্রমধর্মী কাজ করতে ভালোবাসেন তাদের মধ্যে ‘বুশরা শাহরিয়ার’ অন্যতম। পেশায় স্থপতি। কিছুদিন আগে অণুপম রয়ের সংগীত আয়োজনে ‘তোমাকে ভালোবেসে’ শিরোনামের গানটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মিউজিক ভিডিও প্রযোজনা ও নির্মাণ করে শ্রী ভেঙ্কাটিশ ফিল্মস। বুশরা এক অন্যরকম গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। শিল্পীর গানের কথায় ফুটে উঠবে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য। ‘ভালোবাসার বাংলাদেশ’ নামক বুশরা শাহরিয়ারের পরবর্তী মিউজিক ভিডিওতে বাংলাদেশের প্রতি এক পর্তুগীজ যুবকের সত্যিকারের ভালোবাসার চিত্র ফুটে উঠেছে। গানটির কথা ও সুর বুশরার। গানটির সঙ্গীতায়োজন করেছেন চিরকুটের গিটারিস্ট ইমন চৌধুরী। ‘রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন’-এর ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা ‘নোমান রবিন’। মিউজিক ভিডিওটি আগামী ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ডিজিটালি রিলিজ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ