Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন দুই বিজ্ঞাপনে সাফা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ২০১৩ সালে আদনান আল রাজীবের নির্দেশনায় ‘@এইটিন অলটাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়াতে অভিনেত্রী সাফার যাত্রা শুরু। প্রথম টেলিফিল্মেই অভিনয় করেই নির্মাতাদের নজরে আসেন সাফা। এরপর প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুলের নির্দেশনায় এয়ারটেল’র বিজ্ঞাপনে। তবে রাহাত রহমানের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের পিনাক বারের বিজ্ঞাপনে তার ‘ফেসবুক পারেনা’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। সম্প্রতি সাফা নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি বহুজাতিক কোম্পানীর কোল্ডড্রিংকস এবং কাপ নুডুলস’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। প্রথমটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এই বিজ্ঞাপনে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। সাফা বলেন, ‘আদনান আল রাজীবের নির্দেশনায় কাজটি করে অনেক বেশি তৃপ্ত আমি। শুধু তাই নয় কাজটি নিয়ে অনেক আশাবাদীও আমি। আদনান অনেক যতœ নিয়ে কাজটি নির্মাণ করেছেন ’ দ্বিতীয় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাকিব ফাহাদ। এই কাজটি নিয়েও আশাবাদী সাফা। এদিকে আরটিভিতে সাফা’র উপস্থাপনায় শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘ক্যাম্পাস স্টার’। এবারই প্রথম সাফা কোন বড় রিয়েলিটি শো’র উপস্থাপনা করতে যাচ্ছেন। এদিকে প্রতি রবিবার রাত ৯ থেকে ১১টা পর্যন্ত রেডিও এবিসিতে ‘লাভ স্ট্রাক বাই সাফা’তে আরজে হিসেবে উপস্থিত থাকেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো আতিক জামান নির্দেশিত ‘ইউনিভার্সিটি’। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। একটি ‘সুপার গার্লস’ এবং অন্যটি ‘চুইংগাম’। এদিকে আরটিবিতে প্রচার চলতি বাচ্চাদের অনুষ্ঠান ‘মিসটেক’-এর নিয়মিত উপস্থাপনা করছেন সাফা। সবমিলিয়েএই সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ