Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাজার মূলধনে শীর্ষ ১০ কোম্পানি

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বাজার মূলধন হিসেবে বিশ্বের সেরা ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে আন্তর্জাতিক খ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এর পরেই রয়েছে গুগলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যালফ্যাবেট। আর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এসব প্রতিষ্ঠানের প্রতিটির মূলধন ৫০০ কোটি মার্কিন ডলারের উপরে। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক বাজারের বিভিন্ন কোম্পানির মূলধন হিসেবে এ তালিকা দিয়েছে বিশ্বের সম্মানজনক প্রতিষ্ঠান ডগস অব দ্য ডো। যুক্তরাষ্ট্রের প্রধান স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণের ভিত্তিতে প্রতিষ্ঠানটি তাদের এ তালিকা প্রকাশ করে থাকে। তালিকা বিশ্লেষণে দেখা যায়, বাজার মূলধন হিসাবে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রাজত্ব করছে প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। ফলে বিশ্বজুড়ে বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চলছে জয়জয়কার। প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানটি আজকের বাজার বিশ্লেষণে বলছে, আন্তর্জাতিকভাবে ৭২ হাজার ৯৩০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে ১০ কোম্পানির শীর্ষে অবস্থান করছে অ্যাপল। একদিনের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে দশমিক ৪ শতাংশ। তবে বছরের হিসাবে এর হার বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা গুগলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যালফ্যাবেটের বাজার মূলধন রয়েছে ৫৯ হাজার ২০ কোটি মার্কিন ডলার। দিনশেষে দেখা যায় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে দশমিক ৩ শতাংশ। এক বছরে যা বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। ৫০ হাজার ২২০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আজ তাদের বাজার মূলধন বেড়েছে দশমিক ৯ শতাংশ। এক বছরে বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ। চতুর্থ অবস্থানে ৪৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে অবস্থান করছে মার্কিন বহুজাতিক পিন্ডীভূত নিয়ন্ত্রণকারী কোম্পানী বার্কশায়ার হ্যাথওয়ে; ৪০ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আমাজন ডটকম। এছাড়া ৩৯ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক; ৩৬ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার মূলধন নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে ব্ল্যাক হিলস; ৩৩ হাজার ৬৭০ কোটি ডলারের মূলধন নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে আমেরিকান চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান জনসন এন্ড জনসন। নবম ও দশম অবস্থানে রয়েছে আমেরিকান তেল ও গ্যাস কর্পোরেশন এক্সন মবিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ। যাদের মূলধন যথাক্রমে ৩৩ হাজার ৬০০ কোটি ও ৩২ হাজার ৪৮০ কোটি মার্কিন ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোম্পানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ