Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে নিখোঁজের একদিন পরই দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুই গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। জানা গেছে, জেলার শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদুরে নিহালপুর এলাকার নিকটবর্তী যমুনা নদীর চর থেকে শুক্রবার সকাল ৭টার দিকে সাব্বির হোসেন (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাব্বির শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসু শেখের পুত্র। সে নিহালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-২ এর ক্লাস ওয়ানের ছাত্র। সাব্বিরের বাবা আরিচা ঘাটে রফিক টিম্বারের স মিলে কাজ করে। সাব্বিরের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে সাব্বিরকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় গেলে পুলিশ আরো খোঁজ করার পরামর্শ দেন তাদেরকে। এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে নিহালপুর গ্রামের পার্শ্ববর্তী যমুনার চরে বালুর মধ্যে পুতে রাখা অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের লাশ উদ্ধার করে। নিহত সাব্বিরের গলায় একটা আঁচরের দাগ রয়েছে। অপরদিকে জেলার ঘিওর থানা পুলিশ গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের বাঁশঝাড় থেকে দুরন্ত (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। কিন্তু হত্যাকাÐের কারণ জানাতে পারেনি পুলিশ। শিশুটির নানা ইউনুস মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল থেকে দুরন্তকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শুক্রবার খুব সকালে বাড়ির পাশের বাশ ঝাড়ে শরীরের কাপড় পেচানো অবস্থায় তারর লাশ পাওয়া যায়। তিনি আরো জানান, আড়াই শতাংশ জমি নিয়ে পাশের বাড়ির ইউছুব, আনোয়ার ও রাসুর সঙ্গে শহিদুলের বিরোধ চলছিল। এ নিয়ে কোর্টে মামলাও চলছে। এই জমির বিরোধের জের ধরেই শহিদুলের ছেলেকে শ্বাসরোধ করে ওরা হত্যা করেছে। ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, এই হত্যাকাÐটি পরিকল্পিত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জেড এম জাকির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘাতকদেরকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ