Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রতিপক্ষের হামলায় ৩ বাড়ি ভাঙচুর-লুটপাট আহত ৯

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়ালের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ৩টি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৯ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের কাজীদের সাথে পাশর্^বর্তী দক্ষিণ লংকারচর গ্রামের চৌধুরীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রæয়ারি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় আকিদুল কাজী লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। এ সংঘর্ষে আহত আশিক কাজী (১৮)-কে চিকিৎসা শেষে বড়িতে আনার পর গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় ইউপি মেম্বর আকিদুল কাজীর নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ লংকারচর গ্রামের ফরজ চৌধুরী, গঞ্জের চৌধুরী ও আব্দুর রহমান চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান আসবাবপত্র, স্বার্ণাংকার, ধান-চাল, মুসুরী, গম, জমির দলিল, নগদ টাকা, মোবাইল ও ৮টি গরু লুট করে নিয়ে যায়। হামলা কারীরা তান্ডব চালিয়ে ৩টি বসত বাড়ি ও আসবারপত্র, ৩টি ইঞ্জিন চালিত ম্যাশিন ও ১টি মাছ ধরা নৌকা ভাঙচুর করে। এ সময় ঠেকাতে গেলে হামলাকারীরা ফরজ চৌধুরী, গঞ্জের চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, সুরাইয়া বেগম, শাহিদা বেগম, আছিয়া খানম, কিনান চৌধুরী, লিখন ও ইয়ামিন আহত হয়। আহতদের লোহাগড়া হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আব্দুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ