রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইল জেলা সংবাদদাতা : নড়ালের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ৩টি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৯ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের কাজীদের সাথে পাশর্^বর্তী দক্ষিণ লংকারচর গ্রামের চৌধুরীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রæয়ারি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় আকিদুল কাজী লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। এ সংঘর্ষে আহত আশিক কাজী (১৮)-কে চিকিৎসা শেষে বড়িতে আনার পর গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় ইউপি মেম্বর আকিদুল কাজীর নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ লংকারচর গ্রামের ফরজ চৌধুরী, গঞ্জের চৌধুরী ও আব্দুর রহমান চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান আসবাবপত্র, স্বার্ণাংকার, ধান-চাল, মুসুরী, গম, জমির দলিল, নগদ টাকা, মোবাইল ও ৮টি গরু লুট করে নিয়ে যায়। হামলা কারীরা তান্ডব চালিয়ে ৩টি বসত বাড়ি ও আসবারপত্র, ৩টি ইঞ্জিন চালিত ম্যাশিন ও ১টি মাছ ধরা নৌকা ভাঙচুর করে। এ সময় ঠেকাতে গেলে হামলাকারীরা ফরজ চৌধুরী, গঞ্জের চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, সুরাইয়া বেগম, শাহিদা বেগম, আছিয়া খানম, কিনান চৌধুরী, লিখন ও ইয়ামিন আহত হয়। আহতদের লোহাগড়া হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আব্দুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।