রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার মদন উপজেলা সদরের দেওয়ান বাজারস্থ জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে কৃষি বিভাগের পরিত্যক্ত জায়গায় জনৈক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ট্রাক, পিক-আপ ভ্যান, ট্রলি, অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলে মালামাল লোড-আনলোড করায় একদিকে যেমন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়ার পথে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে অপরদিকে ব্যাপক শব্দ দূষণের ফলে শিক্ষার্থীরা ক্লাসে পাঠদানে মনোযোগী হতে পারছে না। জানা যায়, মদন পৌর সদরের জাহাঙ্গীরপুর এলাকার কতিপয় শিক্ষানুরাগী এ অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯০৬ সালে জাহাঙ্গীরপুর মডেল প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলে। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে সামনে খেলার মাঠ না থাকায় মূল ফটকের সামনে কৃষি বিভাগের পরিত্যক্ত জায়গা শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করে আসছিল। মদনের ঐহিত্যবাহী দেওয়ান বাজারটি এ অঞ্চলের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হওয়ায় সেখানে পণ্য পরিবহনের জন্য প্রতিদিন অসংখ্য ট্রাক পিক-আপ ভ্যান ও হ্যান্ডট্রলি আসা যাওয়া করে। সপ্তাহের সোমবার ও বৃহস্পতি হলো হাট বার। সপ্তাহের এই দুই দিন বাজারে প্রচুর ট্রাক, পিক-আপ ভ্যান ও হ্যন্ডট্রলি আসা যাওয়া করে। বাজারে প্রয়োজনীয় জায়গা না থাকায় সম্প্রতি জনৈক প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের মূল ফটকের সামনের কৃষি বিভাগের পরিত্যক্ত জায়গায় অবৈধ ভাবে ট্রাক, পিক-আপ ভ্যান ও ট্রলি স্ট্যান্ড গড়ে তুলে সেখান থেকে মোটা অংকের টাকা আদায় করছে। স্ট্যান্ডে সারাদিন মালামাল লোড-আনলোড করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসার সময় ওই স্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে মালামাল বিশেষ করে রড, ডেউটিন ও বস্তা উঠানামা করতে গিয়ে শিশুরা অনেক সময় দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার আশঙ্কায় বেশিরভাগ সচেতন অভিভাবক সপ্তাহের দুই হাট বারে আদের সন্তানদেরকে বিদ্যালয়ে আসতে দিতে চান না। অনেক অভিভাবক তাদের সন্তানকে অন্য বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে। আবার যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে তাদের অভিভাবকরা থাকেন আতঙ্কে। এ স্ট্যান্ডটি গড়ে তোলার আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতো। এখন দেয়ালের ভেতর স্বল্প পরিসরে শরীরচর্চা করা হচ্ছে। অবৈধ স্ট্যান্ডটি গড়ে উঠায় শব্দ দূষণের কারণে ক্লাসে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে ২০১৬ সালে বার্ষিক ফলাফলে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন খান ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কমিটিতে একাধিকবার আলোচনা করে এর প্রতিকার চাইলেও অদ্যাবধি পর্যন্ত এর কোন প্রতিকার পায়নি। বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আবির হোসেন, চতুর্থ শ্রেণির ছাত্রী হোসনে আরা ও তৃতীয় শ্রেণির ছাত্র শাহ্জাহান জানায়, ‘স্কুলের গেইটে ট্রাক ট্রলি থেকে মালামাল উডা-নামা করায় স্কুলে আইতে যাইতে ডর (ভয়) করে। কহন রড টিন আমরার উপর পইড়া যায়। স্ট্যান্ডের কারণে আমরা খেলতে হারি না’। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা জেবুন্নাহার জানান, স্ট্যান্ডের কারণে বিদ্যালয়ে ছেলেমেয়েদের আসতে কিছুটা অসুবিধা হচ্ছে। আগামী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রাসুল জানান, আমাদের পরিত্যক্ত জায়গাটি উদ্ধারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্ধ ফেলেই সীমানা প্রাচীর নির্মাণ করে আমাদের দখলে নিয়ে আসা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন জানান, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করা হবে। দেওয়ান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান, বাজার ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।