রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরে হাটে-বাজারে জাটকা নিধনকারীরা বাজারে জাটকা বিক্রিতে তেমন কোন আইনানুগ ব্যবস্থা না নেয়ায় জাটকা মাছ বিক্রি এখন প্রকাশ্যেই চলছে। মৎস্য বিভাগের নাকের ডগায় মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়ালখাঁ নদীতে জাটকা ধরা হচ্ছে এবং জেলার হাট-বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রির পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা ফেরী করে বাড়ি বাড়ি গিয়ে জাটকা মাছ বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে নির্বিঘেœ জাটকা আহরণ ও বিক্রি করছে অসাধু মৎস্য ব্যবসায়ীরা। মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মচারীর কারণে প্রতিবছর ঘটা করে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হলেও জাটকা ধরা বন্ধ হয় না তা শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সচেতন মহল। জেলা প্রসাশন মাঝে মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীকে সাজা-জরিমানা করলেও জাটকা বিক্রিতে তেমন কোন প্রভাব ফেলছে না। তাছাড়া এ ব্যাপারে প্রশাসনের সাথে যথাযথ সমন্বয় ও মনিটরিংয়ের অভাবের অভিযোগ রয়েছে মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে। জানা গেছে, ঘটা করে আগামী ০১ এপ্রিল জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করার পূর্বে শুরু হয়েছে নদীতে জাটকা নিধন ও বিক্রি। মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে জাটকা ধরা হচ্ছে এবং তা হাট-বাজারে বিক্রি হচ্ছে। শহরের পুরান বাজার, ইটেরপুল, চরমুগরিয়া, মস্তফাপুর, রাজৈর, টেকেরহাট, কবিরাজপুর, কদমবাড়ি, শ্রীনদী, শিবচর, পাচ্চর, উৎরাইল, কাওড়াকান্দি, চান্দেরচর, নিলখী, কালকিনি, ভূরঘাটা, গোপালপুর, ঝুরগাঁও, খাশেরহাট, সাহেবরামপুর, ডাসার, শশীকরসহ জেলার ছোট-বড় বিভিন্ন হাট-বাজারে ঝুঁড়ি-ঝুঁড়ি জাটকা বিক্রি হচ্ছে। আড়ৎগুলোতে প্রতিদিন ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত অবাধে বিক্রি হচ্ছে জাটকা। এ ছাড়াও প্রতিদিন সকাল-বিকাল মাদারীপুর শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র পুরান বাজার মাছের আড়তে প্রকাশ্যে জাটকা বিক্রি করতে দেখা যাচ্ছে। অথচ, মৎস্য বিভাগ বা প্রশাসনের কারো চোখে পড়ছে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা গোপনে জেলে নৌকা ও আড়ৎ থেকে জাটকা ক্রয় করে জেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করছে। এ ছাড়া পাইকারি ব্যবসায়ীরা এসব জাটকা চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল, বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে ট্রলার, নসিমন, মিনিট্রাকে করে মাদারীপুর শহরে নিয়ে আসছে। মাঝে মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ২/৪টি চালান ধরা পড়লেও সিংহভাগ থাকছে অধরা। যে কারণে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ বাস্তবায়ন না হওয়ার আশংকা করা হচ্ছে। গত শনিবার র্যাব-৮ এর সদস্যরা কুলপদ্দি চৌরাস্তায় এক অভিযান চালিয়ে ১০০০ হাজার কেজি আটক করে রেজাউল করীম তপন দাস নামে ২জন জেলেকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭দিনের জেল ও ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অপরদিকে গত বুধবার সদর থানার মস্তফাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা উদ্ধারসহ জসীম সরদার ও এসকান বেপারী নামে ২জনকে আটক করে। পরে মোবাইল কোর্ট তাদের ১ বছরে সশ্রম কারাদÐ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার ম্যানেজ হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা জাটকা ধরা ও বিক্রি বন্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের সাজা দিচ্ছি। তবে জনবল সংকটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।