রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ছয় উপজেলা থেকে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্ষন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর থানায় ১৫ জন, হরিনাকুন্ডু থানায় ৬ জন, শৈলকুপায় থানায় ৮ জন, কলিগঞ্জ থানায় ১৫ জন, কোটচাদপুর থানায় এক জামায়াত কর্মীসহ ৫ জন, মহেশপুর থানায় এক জামায়াত কর্মীসহ ১৫ জন ও গোয়েন্দা পুলিশ আটক করেছে ২ জনকে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে রাতে ছয় উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
অস্ত্র ও গুলিসহ আটক
ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে আকতার হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বারোবাজার রেললাইনের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকতার হোসেন ওই উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইছাহক আলীর ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বারোবাজার রেললাইনের পাশে নাশকতা কর্মকাÐ চালানোর জন্য আকতার হোসেন ওই এলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আকতার হোসেনকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।