রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে ৫টি স্থানে একই সময়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুল ইসলাম। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ নজরুল ইসলাম। এছাড়াও একই সময়ে উপজেলার তারাগুনিয়া, প্রাগপুর, আল্লারদর্গা ও রিফায়েতপুরে সততা সংঘের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।