Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে লিফটের নিচ থেকে রোগীর স্বজনের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরাতন ভবনের ০২নং লিফটের নিচ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সুর্য খাতুন (৬৫)। সে ফরিদপুর সদর উপজেলার বারখাদা গ্রামের মৃত মনছের খাঁর স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, গত ৬ মার্চ নিহতের ভাগ্নি একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত. মো. কাফির স্ত্রী হালিমা বেগম টিউমার অপারেশনের জন্যে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়। তাকে দেখতে ৭ মার্চ রোগীর খালা সুর্য বেগম হাসপাতালে আসেন। মঙ্গলবার সন্ধ্যার পর সুর্য বেগম ঔষুধ আনতে নিচে নামে। এর পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের ভাই ঈসমাইল ভ্যাপারী বাদী হয়ে কোতয়ালী থানায় নিখোঁজের ডায়রী করেন। গতকাল শুক্রবার সকালে ২নং লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়ালে হাসপাতাল কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে নিহতের স্বজনরা উদ্ধার হওয়ারী লাশটি তাদের স্বজন সুর্য খাতুনের বলে নিশ্চিত করেন। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা তদন্ত কতরে দেখা হচ্ছে। ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ লিফটের নিচে পড়ে মৃত্যুর ঘটনায় বিষ্ময় প্রকাশ করে বলেন, কিভাবে লিফটের নিচে গেল তা বোধগম্য নয়। তিনি জানান, সিসি ক্যামেরা পরিবর্তনের কাজ চলায় ওই এলাকার সিসি খ্যামেরার ক্যাপচার বন্ধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ