বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর শহরের ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে সূর্য খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ মরদেহ উদ্ধার করে। সূর্য খাতুনের বাড়ি ফরিদপুর শহরতলীর ইশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামে।
তার স্বজনরা জানান, সূর্য খাতুন তিনদিন আগে ওই হাসপাতালে ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে আসেন। রাত ৯টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে নিচে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এ ব্যাপারে কোতয়ালী থানায় বৃহস্পতিবার (৯ মার্চ) সূর্য খাতুনের স্বজনেরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২ নং লিফটের নিচ থেকে পচা গন্ধ বের হলে কর্তৃপক্ষ অনুসন্ধান করে সেখানে একটি লাশ দেখতে পায়। পরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।