Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে কৃষক হত্যা, আটক ৩

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ৩:৩৭ পিএম

বরগুনার বেতাগী উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে মোস্তফা (৪০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোশাররফ হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ মৃধাবাড়ী সংলগ্ন চাষাবাদের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার ছয় নম্বর কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জমিতে মুগ ডাল তোলাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে মোশাররফের পরিবারের সদস্যদের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোশাররফ তার মা ও শ্বশুর মিলে মোস্তফার গলায় গামছা পেঁচিয়ে মাঠ থেকে টানতে টানতে রাস্তার পাশে আনেন। এসময় মোস্তফা মারা যান। পরে স্থানীয়রা এ ঘটনা দেখে ধাওয়া করে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ