Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেহের চেয়ে রূহের চিকিৎসা অধিক জরুরি

জকিগঞ্জে আল্লামা ফুলতলীর ঈসালে সওয়াব মাহফিল

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার বার্ষিক ওয়াজ ও আল্লামা ফুলতলী (রা.) এর ঈসালে সওয়াব মাহফিল বুধবার সকাল থেকে শুরু হয়ে মধ্যরাতে সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় মিলাদ মাহফিলের মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে নসিহত পেশ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান, শায়খুল হাদিস আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, হযরত মাওলানা আব্দুর রহিম সরকার, খতিব মাওলানা আজিজুর রহমান, সুপার মাওলানা মুহিবুর রহমানসহ প্রখ্যাত আলিম উলামা নসিহত পেশ করেন। মাহফিলে শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা হাবিবুর রহমান তাঁর নসিহতে বলেন, মানুষের ইহকালের কর্মকাÐ পরকালের সঙ্গী। ইহকালে ভালো কাজ করলে এর প্রতিদান পরকালে পাওয়া যাবে। দেহের চিকিৎসার চাইতে রূহের চিকিৎসা অধিক প্রয়োজনীয়। প্রতিটি কাজের পূর্বে পরকালের কথা চিন্তা করলে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। যারা জেনে শুনে পাপ কাজে লিপ্ত থাকে তাদের বিচার হাশরের ময়দানে খুব কঠিন হবে। বেঁচে থাকাবস্থায় মানুষের কল্যাণে কাজ করুন। পরকালে আপনি সুখে থাকবেন। মাহফিলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম বার্ষিক আয় ব্যায়ের হিসাব নিকাশ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ