বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার ২টি স্থানে গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন যে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা রোধে ১৪৪ ধারা জারি করেছে বলে জানিয়েছে।
জানাযায়, সরাইল উপজেলার শাহজাদাপুরে যুবলীগের ২টি গ্রæপ শাহজাদাপুরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আনন্দ মিছিল ও সমাবেশ করার সময় নির্ধারণ করে। একই সময়ে যুবলীগের অন্য একটি গ্রæপ আনন্দ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় প্রশাসন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল প্রকার, মিটিং, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, ২টি গ্রæপের উত্তেজনা ও বিজয় মিছিলকে কেন্দ্র করে যে কোনো প্রকার হিংসাত্মক ঘটনার আশংকা রয়েছে। তাই আনন্দ মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ২টি গ্রæপই বৃহস্পতিবার একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করে।
অন্যদিকে জেলার কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় স্থানীয় প্রাশসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।