Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাবতে ডিবি পরিচয়ে এক সবজি ব্যবসায়ীকে অপহরণ

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ডিবি পরিচয়ে আব্দুল লতিফ (৪৫) নামে এক সবজি রফতানিকারককে অপহরণ করে নিয়ে গেছে প্রাইভেটকার আরোহী একদল অপহরণকারী। গতকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জঙ্গাশিবপুর বাজারে এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বেলাব উপজেলার আব্দুল্লাহনগর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল লতিফ একজন সবজি রফতানিকারক। তিনি বাজার থেকে সবজি ক্রয় করে তা কুয়েতসহ ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করে থাকে। বৃহস্পতিবার সে লক্ষাধিক টাকা নিয়ে বেলাব উপজেলার জঙ্গাশিবপুর বাজারে যায়। সেখানে সবজি কেনার সময় একদল অপহরণকারী প্রাইভেটকারযোগে এসে তাকে ধরে প্রাইভেটকারে তুলে নিয়ে যেতে উদ্যত হয়। এ সময় বাজারের লোকজন ঘটনা জানার জন্য সামনে এগোতে থাকলে সশস্ত্র অপহরণকারীরা লোকজনকে পিস্তলের ভয় দেখিয়ে লতিফকে নিয়ে দ্রæত ভৈরবের দিকে চলে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ