Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসন্তে বর্ষার আমেজ দক্ষিণাঞ্চলে

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বসন্তে বর্ষার আমেজ বিরাজ করছে দক্ষিণাঞ্চলে। শীত মওসুম জুড়ে তাপমাত্রার পারদ স্বাভাবিকে না নামার সাথে বসন্তের শুরুতে গ্রীষ্মের আবহ দক্ষিণাঞ্চলের জনজীবনে অস্বস্তি বৃদ্ধি করলেও গত রোববার মওসুমের প্রথম কালবৈশাখীতে ভর করে বৃষ্টি নেমে আসে দক্ষিণাঞ্চলে। দ্বীপ জেলা ভোলা ছাড়াও বরিশাল ও সন্নিহিত এলাকায় এস্বস্তির বৃষ্টিপাত কৃষি-সেচ ব্যবস্থার জন্যও ইতিবাচক ফল দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কৃষিবিদদের মতে, এ বৃষ্টি বোরো ও গমের পাশাপাশি বিভিন্ন ধরনের রবি ফসলের জন্য ছিল আশীর্বাদের। তবে সে থেকে হালকা বৃষ্টিপাত নিয়েই চলছে দক্ষিণের জনজীবন। গতকাল সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশালে ১১ মিলিমিটার, পটুয়াখালীতে ৩১ মিলিমিটার, ভোলা ও কুয়াকাটা সংলগ্ন কলাপাড়াতে যথাক্রমে ১৪ ও ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে কিছুটা গুমোট মেঘলা আবহাওয়া বিরাজমান থাকলেও দুপুরের পরে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে দক্ষিণাঞ্চলে। গতকাল দুপুরের পর থেকেই দক্ষিণাঞ্চলসহ উপকূলভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত জনজীবনে তেমন ছন্দপতন না ঘটালেও সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা নামেনি। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ যথেষ্ট নেমে যায়। গতকাল সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় ৪ ডিগ্রী সেলসিয়াস কম ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয় বাষ্প মেঘ হয়ে বৃষ্টি ছড়াচ্ছে দক্ষিণ উপকূলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ