রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ গাউস বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গি তৎপরতাসহ সামাজিক সমস্যা দূর করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জঙ্গি দমন করা সম্ভব। সকলের ছেলেমেয়ের প্রতি নজর দিতে হবে, তাদের প্রতি আন্তরিক হতে হবে। কারণ পরিবারই হল ছেলেমেয়েদের সব চাইতে আদর্শ বিদ্যালয়, এখান থেকে তাদের সঠিক পথে পরিচালিত করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা সভাক্ষে অয়োজিত জঙ্গি তৎপরতা, যৌন হয়রানি, মাদক, বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এছাড়াও তিনি জঙ্গি, যৌন হয়রানি, মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচারের কুফল সম্পর্কে আলোচনা করেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের সঞ্চলনায় এবং ভারপ্রাপ্ত ইউএনও আনিচুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোজাম্মেল হোসেন, আফরোজা আক্তার লাইজু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।