রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাইয়ে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ের পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে সাভার থেকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার রাতে সাভার ব্যাংক কলোনিসহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ সদর থানার বেংরুই গ্রামের মোঃ নুরুল ইসলাম মাস্টারের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫), মাগুরা সদর থানার কাউন্সিলপাড়া গ্রামের মৃত-ইউসুফ সিকদারের ছেলে জাহাঙ্গীর আলম সিকদার (৩৫) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মোঃ আসলাম মিয়া। মামলার এজাহার সূত্রে জানা গেছে উপজেলার অর্জুননালাই গ্রামের এমারত হোসেনের ছেলে মনোয়ার হোসেনের চাচাতো ভাই আসলাম আলী এবং একই গ্রামের বারেক নামের যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারক চক্রের সদস্য আরিফ হোসেন ৫ লাখ টাকা নেয়। এ টাকা থেকে ১ লাখ টাকা রেখে বাকি টাকা ওই দুই প্রতারককে দিয়েছে বলে স্বীকারোক্তি দেয়। টাকার নেয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকরি না হওয়ায় মনোয়ার হোসেন বাদী হয়ে ৮ মার্চ ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। ধামরাই থানার (ওসি) তদন্ত দিপক চন্দ্র সাহা জানান, গ্রেফতারকৃত ৩ জনই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এদের কাছ থেকে এক লক্ষ টাকা ও বিভিন্ন রকমের চাকরির কাগজ, দলিলপত্র পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।