Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালা কেটে নির্বাহী প্রকৌশলীকে বের করলো পুলিশ

ঝিনাইদহ সড়ক বিভাগের অফিস ঘেরাও

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তা সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার কয়েকশ’ ছাত্র স্থানীয় সড়ক বিভাগের অফিস ঘেরাও করেন। এ সময় তারা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খানের রুমে তালা ঝুলিয়ে চল্লিশ মিনিট আটকে রাখেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিছুজ্জামান, এসআই সুজন কুমার মন্ডল ও এসআই শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ নির্বাহী প্রকৌশলীকে তালা কেটে উদ্ধার করেন। সাধারণ ছাত্ররা অভিযোগ করেন, ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে সরকারি কেসি বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে কলেজের অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন। সড়কের ডিভাইডারগুলো এলোমেলো হয়ে থাকে। ফলে যান চলাচল ব্যাহত হয়। রাস্তা সংস্কারের জন্য একাধিকবার ঝিনাইদহ সড়ক বিভাগকে অবহিত করার পরও বিষয়টি নিয়ে তারা মাথা ঘামায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেসি বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকশ’ ছাত্র আকস্মিকভাবে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর ঘেরাও করে তার রুমে তালা ঝুলিয়ে নানা শ্লোগান দিতে থাকেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। তিনি বলেন, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা নয়, কলেজের সামনের রাস্তা। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি মাত্র। তিনি বলেন, রাস্তাটি সংস্কারের আশ্বাস পাওয়া গেছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বলেন, তারা কি কারণে এখানে এসেছিল তা আমি জানি না। তার সাথে ছাত্রদের কোন কথা হয়নি। তবে এ ঘটনার পর ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতার সাথে তার আলাপ হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী জানান।
পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার ভেন্যু পরিবর্তন করার প্রতিবাদে সড়ক অবোরধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানায়, গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার ভেন্যু ৬ কিলোমিটার দূরবর্তী শেখ পাড়া দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এরই প্রতিবাদে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীসহ ছাত্র-ছাত্রীরা সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টা সড়ক অবোরধ করে রাখে। ফলে সড়কটির উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের স্বীকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবোরধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ