রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশকযুক্ত ঘাস খেয়ে ৩ গরু মারা গেছে। অসুস্থ হয়েছে আরো ৪ গরু। গরুর মালিক আঃ হাকিম নিজেও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত্যু ঘুতু ব্যাপারীর পুত্র কৃষক আঃ হাকিম গত বুধবার তার নিজের ভুট্টা ক্ষেতের ঘাস কেটে ৭টি গরুকে খাওয়ায়। পরে গভীর রাতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। পশু চিকিৎসক রাতেই সশরীরে উপস্থিত হয়ে চিকিৎসা দিলেও লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু মারা যায়। বাকী ৪টি গরু এখনও অসুস্থ্য। উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ রেবা বেগম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে। অসুস্থ ৪টি গরু এখনও ঝুঁকিমুক্ত হয়নি। গরুর মালিক আঃ হাকিম জানান, ৭/৮ দিন আগে তিনি ওই ভুট্টা ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেন। ঘাস কাটার সময় সে কথা মনে ছিল না। এঘটনায় হাকিম নিজেও অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।