রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাহাঙ্গীর আলম, ধনবাড়ী (টাঙ্গাইল) থেকে : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) টাঙ্গাইল জোনের উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান সুভাষ এন্টারপ্রাইজের বিরুদ্ধে সেচ প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এব্যাপারে সেচ স্কিম ম্যানেজার দুদক টাঙ্গাইল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, সরকার বিএডিসির অচল নলক‚প সচলকরণের মাধ্যমে সুলভে সেচের ব্যবস্থা করেছেন। ২০১৩-১৪ অর্থবছরে বিএডিসির এ প্রকল্পের অধীনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামে ১১২ নং গভীর নলক‚প স্থাপনের জন্য সুভাষ এন্টারপ্রাইজকে ঠিকাদার নিয়োগ করা হয়। উক্ত সেচ প্রকল্পে ঠিকাদার কোনো কাজ না করলেও বিএডিসির টাঙ্গাইল জোনের উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলামের মধ্যমে চ‚ড়ান্ত বিল উত্তোলন করে ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এদিকে ঠিকাদার কাজ না করায় চলতি বোরো মৌসুমের শেষ পর্যায়ে এসেও ঐ গভীর নলক‚প স্কিমে চলতি বোরো মৌসুমে সেচ স্কিম চালানো সম্ভব হয়নি। ফলে এ স্কিমের আওতাধীন শতাধিক একর জমি অনাবাদি থাকার আশঙ্কায় রয়েছে। এব্যাপারে ১১২ নং গভীর নলক‚প স্কিমের ম্যানেজার এমদাদুল হক দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল জেলা কার্যালয়ে প্রতিকার চেয়ে ২৬-১২-২০১৬ ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক সরকারি অর্থ আত্মসাৎ বিষয়ে বিএডিসি টাঙ্গাইল জোনের নির্বাহী প্রকৌশলীকে তদন্তসাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করে দুদককে অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন। যার স্মারক নং- দুদক/সজেকা/টাঙ্গাইল/৭৬। এব্যাপারে উপজেলা সেচ কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, বিষয়টি নিয়ে বিএডিসির প্রকৌশলীর সাথে কথা বলেছি। অনুরোধ করেছি কৃষকদের এ সমস্যা দ্রæত সমাধানের জন্য। এবিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ জানান, ১১২ নং গভীর নলক‚প স্কিমের বিদ্যমান সমস্যা সমাধান না হওয়ায় কৃষকরা চরম ক্ষতির মধ্যে রয়েছে। এ সমস্যা দ্রæত সমাধানের জন্য বিএডিসিকে বলা হয়েছে। এদিকে অভিযুক্ত বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।