Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামে প্রতিবন্ধী সুলতান আলী (৩০)-এর বাড়িতে বুধবার রাতে আকস্মিকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটি দাবি করে। উপজেলার গোবিন্দপুর মোড়গ্রামের মৃত ছইমুদ্দিনের পুত্র প্রতিবন্ধী সুলতান আলী জানান, ঘটনার দিন রাতে সে স্থানীয় সাহারপুকুর বাজারে তার সেলুনের দোকানে কাজ করছিল। রাত আনুমানিক ৯টায় স্থানীয় লোকজন তার বাড়ির দোতালার টিনের উপর অগ্নিশিখা দেখতে পায়। এ সময় বাড়ির মধ্যে অবস্থানরত সুলতানের মা ও তার স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে। এলাকাবাসীর চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোতালা বাড়ির টিনের ছাউনিসহ ঘরের আসবাবপত্র, টিভি ও অন্যান্য জিনিসপত্র আগুনে সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়ে যায়। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে অগ্নিকাÐের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ