Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী অর্থ বছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে - এলজিআরডি মন্ত্রী

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ৪:১৩ পিএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ গড়েছে আওয়ামী লীগ। আর আওমামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের সেই উন্নয়নের ধারাবাহিকতায়ই আগামী অর্থ বছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। বর্তমান সরকার তৃণমুল থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আগামী ২০২১ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, এক নেত্রী দেশের উন্নয়ন করেন আরেক নেত্রী দেশ ধ্বংস করার চক্রান্ত করেন। কাকে আপনারা ক্ষমতায় দেখতে চান?
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সর্দ উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মনোয়ারা বেগম এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।
এর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন টাঙ্গাইল শহর ঘেঁষে বয়ে যাওয়া লৌহজং নদীর খনন কাজ পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ