Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলগাজীর বদরপুর সীমান্তে থমথমে অবস্থা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ২:৪৪ পিএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর ফুলগাজীর বদরপুর ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক আনসার সদস্য নিহত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হওয়ার ঘটনায় ওই সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীমান্তের ওই অংশে গিয়ে দেখা যায়, বাংলাদেশ অংশে কড়া নজরদারীতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ভারত অংশেও সতর্ক অবস্থানে রয়েছে সে দেশের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

এদিকে নিহত আনসার সদস্য নওশের আলী ও নিখোঁজ মো. সুমন কাউকেই ফিরে পায়নি বাংলাদেশ।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতোমধ্যেই পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।

বিএসএফ জানিয়েছে, নিহত আনসার সদস্য নওশের আলীর লাশের ময়নাতদন্তের পরে তা ফেরত দেওয়া হবে।
তবে ঠিক কখন ফেরত দেয়া হবে তা তারা কিছু বলেনি। নিখোঁজ মো. সুমন সম্পর্কেও তারা কিছু বলেনি।

নিখোঁজ মো. সুমনের বাড়ি ফুলগাজী উপজেলায়। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এদিকে এ ঘটনায় আহত ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এখনো ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত। এর আগে গতরাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

তিনি জানান, বুধবার দিনগত রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় তিনিসহ পুলিশের একটি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ