বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত হয়েছেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোর্শেদ জানান, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী বদরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ মাদক ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। তাদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ তিনজন আহত এবং আনসার সদস্য নওশের আলী নিখোঁজ হন। পরে মাদক ব্যবসায়ীরা আনসার সদস্য নওশের আলীকে সীমান্তের ওপারে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিএসএফ লাশ হস্তান্তর করবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।