Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী যাচ্ছেন হেফাজত আমীর আল্লামা আহমদ শফী

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : শানে রেসালাত সম্মেলনে যোগ দিতে ১০ মার্চ শুক্রবার ফেনী আসছেন হেফাজতে ইসলামের আমীর ও চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামীম আল্লামা আহমদ শফী। ফেনীর ঐতিহসিক মিজান ময়দানে আয়োজিত সম্মেলনে বিকেল ৩টায় তিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন। তিনি অসুস্থজনিত কারণে কিছুদিন বিদেশে অবস্থান করলেও বর্তমানে দেশে অবস্থান করছেন। ফলে হেলিকপ্টারযোগে ফেনীর সম্মেলনে তার উপস্থিতি অনেকটা নিশ্চিত জনিয়েছেন জেলা হেফাজত নেতৃবৃন্দ। এ ছাড়া সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা নুর হোসাইন কাসেমী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আল্লামা ওবায়দুর রহমান খান নদভী, হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকার হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সি. প্রশিক্ষক মাওলানা ক্বারী মনজুর বিন মোস্তফা। ফেনী জেলা হেফাজত আমীর মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রহীমুল্লাহর পরিচালনায় সম্মেলনে জেলার ওলামা মাশায়েখ,ইসলামী ব্যক্তিত্ব ও বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন।



 

Show all comments
  • Md. Ashaqur Rahman ৯ মার্চ, ২০১৭, ১০:২১ এএম says : 0
    Sammelon sofal hok
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ