Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে পুলিশের

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অভিযানে নগদ টাকা ও মোটরসাইকেল নেয়ার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইলফোন নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৮ মার্চ দুপুরে ব্যবসায়ীর স্ত্রী তার স্বামীকে রক্ষা ও মালামাল ফেরত চেয়ে গাজীপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া ও তার সঙ্গীয় চার-পাঁচজন শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গরুর খামারি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে না পেয়ে ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নিয়ে নগদ দেড় লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্ত জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আলাউদ্দিন একজন মাদকব্যবসায়ী। মাদকের খোঁজেই তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে মোটরসাইকেল ও কিছু টাকা নেয়ার কথা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ