Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মানহানি মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া মানহানি মামলা থেকে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার স্বশরীরে আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জাহিদুল ইসলাম আবেদন মঞ্জুর করেন। পরে বাদী মামলাটি প্রত্যাহারের আবেদন করলে আদালত সে আবেদন গ্রহণ করে মামলা খারিজ করে দেন।
সূত্র জানায়, ২০১৩ সালের ১১ মার্চ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ-পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। এ ঘটনায় দৈনিক আমার দেশ, নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাই নাছের আলী মোড়ল কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আট জনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওই হত্যা মামলায় চার্জশিট প্রদান করলে তাতে এই মামলার বাদীসহ তার ভাইদের অভিযুক্ত করা হয়। এদিকে আদালত কয়রা থানাকে মানহানি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করতে বললে পুলিশ আনীত অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ