বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : শ্যামনগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বুধবার উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসে নকশীকাঁথার উদ্যোগে সমাজ ও নারী উন্নয়নে অবদান রাখার জন্য ১১ জন পুরুষকে সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মুনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এসএম মহসীন উল মুলক, বিশেষ পিপি ও চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। নারী দিবসের অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মুনজুর আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এসএম মহসীন উল মুলক, বিশেষ পিপি ও শ্যামনগর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, বাবর আলী, মতিউর রহমান ও মনিরুল ইসলাম। সম্মাননা প্রদান করেন নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদ। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।