বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের চন্দনাইশে বড় ভাইকে ছুরিকাঘাত ও খালের পানিতে চুবিয়ে মারার অভিযোগে ১৫ বছর আগের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরে আলম গতকাল (বুধবার) এ রায় ঘোষণা করেন।
দÐিত মোহাম্মদ ইব্রাহিম চন্দনাইশ উপজেলার হাসানদÐী এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘটনার সময় ২৬ বছর বয়সী যুবক ইব্রাহিম রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। নিহত মো. ইসমাইল তার বড় ভাই। ইসমাইলকে হত্যার অভিযোগে তাদের বাবা নুরুল ইসলাম বাদি ইব্রাহিমের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদÐের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদÐের আদেশ দিয়েছে আদালত। আসামি ইব্রাহিম ঘটনার পর গ্রেফতার হলেও পরে জামিনে গিয়ে পালিয়ে যায়। বড় ভাই ইসমাইলের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া ছিল। এ বিষয়টি পরিবাররে সদস্যরা জেনে গেলে বড় ভাইকে খুন করে ইব্রাহিম।
ঘটনাস্থলে গিয়ে ছোরা দিয়ে ইসমাইলের হাঁটুতে কয়েকটি আঘাত করেন তিনি। এরপর খালের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে বাড়ি ফিরে যায়। ঘটনার পরদিন পুলিশ গিয়ে বাড়ি থেকে ইব্রাহিমকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।