Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে কারারক্ষীর জামিন বাণিজ্যের টাকা

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফেরত চেয়ে উকিল নোটিশ!
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ জেলা কারাগারে হাজতি আসামীদের উচ্চ আদালত থেকে জামিনের আশ্বাস দিয়ে দুইজন চিহ্নিত কারারক্ষী রীতিমত বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ঝিনাইদহ জেলার আইনজীবীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জামিন করতে ব্যর্থ হওয়ার পরও আসামীদের টাকা ফেরত না দেয়ায় মামুন (ব্যাচ নং-৪২৬৬৭) নামে ঝিনাইদহ জেলা কারাগারের এক কারারক্ষীকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত কারারক্ষী মামুন পঞ্চাশ হাজারের মধ্যে ৩৬ হাজার টাকা ফেরত দিয়েছেন। সাফায়েত নামে আরেক কারারক্ষীর বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই স্থানে থাকার কারণে তারা এহেন কর্মকাÐে জড়িয়ে পড়েছে বলে অনেকের অভিমত। প্রাপ্ত তথ্য ও উকিল নোটিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চান্দেরপোল গ্রামের ওমর আলী সোহাগ গ্রেফতার হয়ে কারাগারে যান। হাজতী আসামী সোহাগকে হাইকোর্ট থেকে জামিন করার জন্য কারারক্ষী মামুন ৫০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু হাইকোর্টের কোন আইনজীবী দিয়ে জামিন করা হয়নি। এ অবস্থায় গত ২৪ জানুয়ারী ঝিনাইদহের একটি আদালত থেকে ওমর আলী সোহাগ জামিন লাভ করেন। হাইকোর্ট থেকে জামিন করার মিথ্যা আশ্বাস দিয়ে কারারক্ষী মামুন টাকা হাতিয়ে নেয়ার পর তা ফেরত না দেয়ায় আইনজীবীর দ্বারস্থ হন হাজতী আসামীর সোহাগের ভাই তাজ উদ্দীন। ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী মোঃ শওকত আলী ২৩ ফেব্রæয়ারি কারারক্ষী মামুনের বরাবর টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠান। উকিল নোটিশে ১৫ দিনের মধ্যে তার মক্কেলকে টাকা ফেরত দিতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ