পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্পোর্টস ডেস্ক : গত গ্রীষ্মে অলিম্পিকে আমেরিকার ফেন্সার ইবতিহাজ মুহাম্মাদ প্রথম নারী অ্যাথলেট হিসাবে হিজাব পরে মাঠে নামেন। রিও অলিম্পিকে একটি ব্রোঞ্জ পান তিনি।
গত অক্টোবরে জর্ডানে অনুষ্ঠিত ইউ ১৭ ওমেন্স ওয়ার্ল্ড কাপে সকল মুসলমান নারী খেলোয়াড়রা ফিফার একটি আয়োজনে হিজাব পরে আসেন। এর কিছুদিন পরই আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় হিজাব ব্যবহার নিষিদ্ধ করে বাস্কেটবলের গভর্নিং বডি এফআইবিএ। তখন থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে এফআইবিএ। এরপরই নারী ক্রীড়াবিদদের জন্য নতুনভাবে ভাবতে শুরু করে বিভিন্ন ক্রীড়া সংস্থা এবং বাণিজ্য প্রতিষ্ঠান। যারই ফলশ্রæতিতে মুসলমান নারী অ্যাথলেটদের জন্য বাজারে হিজাব আনছে নাইকি। বিশ্বের শীর্ষস্থানীয় এই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নাইকি প্রো হিজাব’ নিয়ে গবেষণা করছে গত এক বছর ধরে। সাড়াও মিলেছে বেশ, জানায় প্রতিষ্ঠান। ইতিমধ্যে বিশ্বের সব খ্যাতিমান নারী ক্রীড়াবিদরা একে স্বাগত জানিয়েছেন। অনেকে পরীক্ষা করছেন। ফিগার স্কেটার জাহরা লারি তাদের মধ্যে একজন যারা ক্রীড়ার জন্য সুবিধাজনক হিজাব ব্যবহার করতে আগ্রহী।
একে টুপির মতো খুব সহজে পরা যাবে। হালকা, স্থিতিস্থাপক কাপড়ে বানানো হয়েছে এটি। এতে আছে ছোট ছোট ছিদ্র। এর মাধ্যমে সহজেই বাতাস প্রবেশ করবে এবং শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হবে না। একে টেনে যথেষ্ট স¤প্রসারণ করা যাবে। ছেড়ে দিলে আবারো আগের মতোই হয়ে যাবে। তিনটি রং নিয়ে আসছে অ্যাথলেটিক হিজাব। বø্যাক, ভাস্ট গ্রে ও অবসিডিয়ান রংয়ে মিলবে। এই হিজাব বিক্রির জন্য আগামী বছর বাজারে চলে আসবে বলে জানায় বেভারর্টনভিত্তিক নাইকি।
আগামী বছর দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং-এ অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন লারি। তিনি নাইকির হিজাবটি পরে তার ইনস্টাগ্রামের পেইজে একটি ছবিও দিয়েছেন। লারি সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়াবিদ। এই হিজাব আসাতে দারুণ খুশি তিনি। সূত্র : এপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।