Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজাল মদ পানে ৩ জনের মৃত্যু আশঙ্কাজনক আরো ৩ জন

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভেজাল মদ পান করে গত দু’দিনে চট্টগ্রামে বোয়ালখালীতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৩ জন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে চট্টগ্রামের বোয়ালখালী বেঙ্গুরা বাজারে মদ পান করে বেশ কয়েকজন যুবক। এ সময় এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে উপজেলা হাসপাতালে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে খিতাপচরের মৃত মোহাম্মদ করিমের পুত্র মোহাম্মদ আবুল বশর (৪৫) মারা যান ও হাসপাতালে আনার পর চিকিৎসকরা হোরারবাগের মৃত ফোরক আহমদের পুত্র মোঃ হাবিব (৪০)-কে মৃত ঘোষণা করে। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকালে মারা যান বেঙ্গুরার মোহাম্মদ মুসা (৫০)। এদিকে চমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ হাসেম, মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ নাছের নামের আরো ৩ যুবক। এ ব্যাপরে বোয়ালখালী থানার ওসি মোঃ সালাহউদ্দিন চৌধুরীর মোবাইলে বার বার ফোন দেয়া হলেও তিনি একটা জরুরি মিটিংয়ে রয়েছেন বলে ফোন কেটে দেন। তবে স্থানীয় চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা পেশাদার মদ্যপায়ী। প্রতিদিনই মদ খেয়ে এলাকায় মাতলামি করে বেড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ