Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লেøাগান নিয়ে খেয়ালী নাট্যগোষ্ঠী, ঢাকা-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজউদ্দীন খান স্মরণে আগামী ১৬ থেকে ১৮ মার্চ, তিন দিনব্যাপী কাঙ্গাল কবীর ষষ্ঠ পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উৎসবটির উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিন দিনব্যাপী এ উৎসবে ১ম দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। ২য় দিনের প্রধান অতিথি হবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নাট্যকার ও সভাপতি একেএ কবীর। তিন দিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝুনা চৌধুরী, আকতারুজ্জামান, আহাম্মেদ গিয়াস, মীর জাহিদ, খোরশেদুল আলম, মো. শাহনেয়াজ, অ্যাডভোকেট মো. ফারুক হোসেন। উৎসবে পথনাটক পরিবেশন করবে চন্দ্রকলা থিয়েটার, খেয়ালী নাট্যগোষ্ঠী, রঙ্গপীঠ, নাট্যদল (টিএসসি), অবয়ব নাট্যদল, সংলাপ গ্রুপ থিয়েটার, নাট্যতীর্থ, মৈত্রী থিয়েটার, পদাতিক নাট্য সংসদ(টিএসসি), সুবচন নাট্য সংসদ, নাট্যযোদ্ধা, গণছায়া সাংস্কৃতিক কেন্দ্র, মুক্তালয় নাট্যাঙ্গন, বাঙলা নাট্যদল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ